বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন আনু মুহাম্মদ

Paris
অক্টোবর ১৩, ২০১৬ ১০:৫৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ দুপুরেই হত্যার হুমকি পাওয়ার বিষয়টি জানিয়েছিলেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। এবার থানায় বসেই ‘কুপিয়ে হত্যার হুমকি’ পেলেন তিনি।

 

অধ্যাপক আনু মুহাম্মদ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘রামপুরা থানায় বসে জিডি করছিলাম। ওসি (তদন্ত) সাহেব সামনেই ছিলেন। এই সময়েই রাত ৮টা ৪৩ মিনিটে একই নম্বর (01629967551) থেকে আরেকটি এসএমএস পেলাম। হুবহু: “Say ‘yes’ to Rampal, otherwise you must will be hacked to death incredibly by us!” (রামপালকে ‘হ্যাঁ’ বলুন, নইলে আমরা আপনাকে কুপিয়ে হত্যা করব!)।’

 

এ ব্যাপারে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। এই ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আনু মুহাম্মদকে হুমকি দেওয়ার বিষয়টি তদন্তাধীন আছে। এই ব্যাপারে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

হুমকির ব্যাপারে আনু মুহাম্মদ লিখেছেন, ‘যারা আতংক তৈরি করতে চায়, মানুষকে নীরব ও নিষ্ক্রিয় করতে চায়, যারা যুক্তিতে হেরে শক্তির পথ ধরে তারা নৈতিকভাবে পরাজিত, তাদের সঠিক জবাব : সবাই মিলে আরো সরব হওয়া, আরো সক্রিয় হওয়া।’

 

আনু মুহাম্মদের স্ট্যাটাসে উল্লিখিত নম্বরটিতে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়