এবার জাপানেও করোনার নতুন স্ট্রেন

করোনার পুরানো স্ট্রেনের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছে পৃথিবী। এরই মধ্যে নতুন স্ট্রেন মহাআতঙ্কের পরিবেশ তৈরি করেছে পৃথিবী জুড়ে। ব্রিটেনে পাওয়া গিয়েছিল করোনার নতুন স্ট্রেন। এবার মিলল জাপানে।

গত কয়েকদিনে ব্রাজিল থেকে একাধিক যাত্রী টোকিওতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সকলের শরীরেই করোনাভাইরাস মিলেছে। বিমানবন্দরেই তাদের আইসোলেশনে পাঠানো হয়।

ওই চারজনের করোনাভাইরাসের নমুনাই ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেস’-এ পাঠানো হয়েছিল। সংস্থার প্রধান টাকাজি ওয়াকিতা জানান, ওই যাত্রীদের শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে। তবে স্ট্রেনটি ব্রিটেন স্ট্রেনের থেকে আলাদা। এই স্ট্রেনটিও দ্রুত ছড়িয়ে পড়তে পারে কি না, সে বিষয়ে এখনই কিছু জানাতে পারেননি তিনি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন