‘এবার গোলরক্ষকদের চ্যালেঞ্জ নেওয়ার সময় হয়েছে’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় তাহলে রক্ষণ আর গোলপোস্টের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা থাকে। জাতীয় দলের গোলরক্ষক কোচ ও সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য মনে করেন,‘ইন্দোনেশিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ এবং মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ তিনটিতে আমাদের গোলরক্ষকরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। কারণ, অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে খেললে গোলরক্ষকদের ওপর দিয়ে বেশি চাপ হওয়াটাই স্বাভাবিক।’

রোববার ইন্দোনেশিয়ার বান্দুংয়ে তৃতীয় দিনের অনুশীলন শেষে বিপ্লব বলেছেন, ‘গোলরক্ষকদের প্রস্তুতি অনেক কঠিন হয়েছে। আমরা বেশ সময় পেয়েছিলাম। গত ১৭ থেকে ২৫ মে পর্যন্ত আমরা বেশ কয়েকটি সেশন পেয়েছিলাম। গোলরক্ষকেদর আমরা বেশ ঝালাই করেছি। আনিসুর রহমান জিকো ২৫মে ক্যাম্পে যোগ দিয়েছেন। তিনি ছিলেন বসুন্ধরা কিংসের সঙ্গে কলকাতায় এএফসি কাপ খেলতে।’

কঠিন প্রতিপক্ষ মানেই কঠিন ম্যাচ। এসব ম্যাচে গোলরক্ষকরা ভালো কিছু করার সুযোগ পাবেন উল্লেখ করে গোলরক্ষক কোচ বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা সেশনই ভালো হয়েছে। ওরা অনেক পরিশ্রম করেছেন। আমরা জানি, প্রত্যেকটি প্রতিপক্ষই শক্তিশালী। এই যে চারটা ম্যাচ এখানে গোলরক্ষকদের অনেক সুযোগ আছে নিজেদের অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার। প্রতিপক্ষগুলোকে যদি দেখি তাহলে বলতেই হয় আমাদের গোলরক্ষকদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

দলে গোলরক্ষক যারা আছেন তাদের ওপর আস্থা রেখে কোচ বিপ্লব বলেছেন, ‘চ্যালেঞ্জগুলোর জন্যই আমরা প্রতিটি সেশন সেভাবে তৈরি করেছি, যেন গোলরক্ষকরা ভালো পারফরম্যান্স করতে পারেন। দলের জন্য তারা যেন সেরাটা দিতে পারেন। প্রত্যেকটা মিনিট বেটার ফুটবল খেলতে হবে, সেরা ফুটবল খেলতে হবে। তাদের ফোকাসটা যেন ভাল থাকে। আমার বিশ্বাস গোলরক্ষকরা তাদের সেরাটা দিয়ে দলের জন্য ভালো কিছু করবেন।’

 

 

সুত্রঃ জাগো নিউজ