এবার গুলি করেই জীবন বাঁচালেন মার্কিন নারী

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

জন্মদিনের পার্টিতে যোগ দিতে এসেছিলেন প্রায় ৪০ জন। তাদের ওপর হঠাৎ গুলি চালান এক ব্যক্তি। তবে জনতার ওপর গুলি চালানো ওই ব্যক্তিকে নিজের বৈধ অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন এক নারী। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার চার্লসটনে এই ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ডেনিস বাটলার (৩৭) নামে ওই ব্যক্তি একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে জনতার ভিড়ের উপর গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ডেনিস বাটলারেরও আগেও বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে।

এ ব্যাপারে পুলিশের মুখপাত্র টনি হ্যাজেলেট জানান, ওই নারীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একটি ম্যাস শুটিং ঠেকিয়ে অনেকের জীবন রক্ষা করেছে।

তবে ওই নারীর পরিচয়  প্রকাশ করেনি পুলিশ। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জড়িত নন বলেও জানিয়েছে পুলিশ।

টেক্সাসে একটি স্কুলে গুলির ঘটনায় শিশুসহ ২১ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে দেশটির অস্ত্র আইন নিয়ে বিতর্কের মধ্যেই এই ঘটনা ঘটল।

 

সুত্রঃ যুগান্তর