এটা হবে কাকা ভাতিজীর নির্বাচন: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, ‘আমি তৈমূর আলম খন্দকার কাকাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারী আপনার সাথে আমি নির্বাচন করবো। চাচা ভাতিজি নির্বাচন করবো। এটা হবে কাকা ভাতিজীর নির্বাচন। মানুষ যাকে চয়েজ করে তিনিই নির্বাচিত হবেন। তারপরেও আমি বলবো আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময় সত্যের পক্ষে আছি সত্য বলি আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দিবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ বলেন, বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হত। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ এখন সুন্দর মনোরম। আমি মিথ্যা বলি না। ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলবো না।’

গতকাল বৃহস্পতিবার  (১৬ ডিসেম্বর) বিজয় দিবস আয়োজিত ফুটবল খেলা শেষে রাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, ‘আমাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তু আমি আপনাদের আইভী। আমি আপনাদের কন্যা, আপনাদের মেয়ে। আমার বাবাও আপনাদের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমি আপনাদের চুনকার মেয়ে আইভী। আমি কোনো ভুল করলে ক্ষমা করবেন। আমাকে আরেকবার ভোট দিবেন। আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিবেন। আপনারা নৌকাকে ভোট দিবেন আপনাদের আইভীকে ভোট দিবেন।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন