এজেআর কুরিয়ার সার্ভিসে নকল সিগারেট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

কুমিল্লা নগরীর এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসের অফিস থেকে দুই লাখ শলাকা জাল ব্র্যান্ডরোলযুক্ত নকল পাইলট ব্রান্ডের সিগারেট জব্দ করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সাত তলা সিপিসি-২-এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসের অফিস থেকে শনিবার সকালে নকল পাইলট সিগারেটের একটি চালান মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় র‌্যাব কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে নকল পাইলট সিগারেট জব্দ করে। সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। নকল সিগারেট ছাড়াও সিগারেট বহনকারী মাইক্রোবাসসহ মো. ইউসুফ আলী ও মো. শাহাদাৎ হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করে র‌্যাব।

ভ্যাট চালান ছাড়া অবৈধ সিগারেট জব্দের বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ‘কুরিয়ার সার্ভিসের বিষয়ে আমাদের গোয়েন্দারা তদন্ত করছে। পাশাপাশি পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেবে।’

 

সূত্র: আমাদেরসময়