এখন চিন্তা করতে হয় কাকে বাদ দেব : পাপন

করোনাকাল কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ খর্বশক্তির উইন্ডিজ। ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যা প্রত্যাশিত ছিল। জাতীয় দল এবং এর আশেপাশে এখন তরুণ ক্রিকেটারদের ভিড়। বয়সভিত্তিক ক্রিকেট ও হাই পারফরম্যান্স বিভাগের বদৌলতে অনেকেই এখন জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিদার। বছর দুয়েক আগেও এমন ছিল না। ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে তাই বেশ খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দলে এখন তরুণ প্রতিভার ছড়াছড়ি। তাই একাদশ তৈরি করা নিয়ে দেখা দেয় মধুর সমস্যা। কাকে ছেড়ে কাকে রাখি- এই দোটানায় পড়েন নির্বাচকেরা। আজ রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে পাপন বলেন, ‘আগে একজন খেলোয়াড় চোট পেলে বদলি কে খেলবে, এ নিয়ে চিন্তায় ছিলাম। এখন নির্বাচক, কোচ, অধিনায়ক চিন্তা করে কাকে বাদ দেবে। প্রত্যেক খেলোয়াড়ের এত বিকল্প। এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো।’

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম দুই ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বোর্ড প্রধান বলেন, ‘সাকিব, মিরাজ ওরা ভালো করছে। বোলিং, ফিল্ডিং নিয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও একটা ধারাবাহিকতা এসেছে। সাকিবকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম, কত দিন লাগবে তার ছন্দ ফিরে পেতে। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে এসেছে। এ ছাড়া অন্য যারা আছে, তাদের নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।’

 

সুত্রঃ কালের কণ্ঠ