‘এখনো অনেক ব্যথা করে’

শাহিনুল ইসলাম আশিক:
‘জামায়াত-শিবির রগ কাটার পরে ভাল করে হাটতে পারি না। পা ভাল হয়ে গেলেও অনেক ব্যথা করে। ব্যথায় রাতে অনেক দিন শুতে পারিনি। গোটা শরীরে আঘাতের জখম। চোখে দেখা না গেলেও ভেতরে ব্যথা করে। পা নিয়ে হাটতে পারিনি অনেক দিন। ঢাকায় অপারেশন করার পরেও ভাল হয় নি। কোন মতে চলতে হয়। তারা গরু জবাই করার মত ধরে রগ কাটে।’

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা জামায়াত-শিবিরের হামলায় পায়ের রগ কাটা ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ সিল্কসিটি নিউজকে এসব কথা বলেন।

14079679_1804149889817216_1851808031234538056_n

      (ছবি ফেসবুক থেকে সংগ্রহিত)

শহিদ বলেন, ‘গত ১২ আগস্ট রামেকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়- পাসহ কোমরে ব্যথা নিয়ে। সেখানে এমআরআই করে ডাক্তার বলেন অপারেশন করতে হবে। তারপরে ৮ নম্বর ওয়ার্ডে রেফার্ড করে দেয়। তরে পরে রোববার আমার অপারেশন হয় এখানে। ডাক্তার সুনির্দিষ্ট করে বলতে পারেন না ভালো হবে কত দিনে।’

14117809_1803704296528442_6981266640758030437_n
তিনি বলেন, তারা ২০১৩ সালের ১৭ মার্চ রাতে বিনোদপুর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা এই অফিসটি তিনবার পুড়িয়েছে। সেইদিন বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, জাতীয় চারনেতার ছবিসহ ভেতরে থাকা সবকিছু পুড়ে যায়।

 

                                                                                                            (ছবি ফেসবুক থেকে সংগ্রহিত)

এসময় দুইটি মোটরসাইকেলও পুড়ে যায়। একইদিন আমিসহ (শহিদ) আরো অনেকেই আহত হন। এ হামলার ঘটনায় চিরদিনের জন্য ডান চোখ হারালেন এনামুল হক। সারাজীবনের জন্য অন্ধত্ব বরণ করে নিলেন তিনি।’
তিনি আরো বলেন, তার একমাস পরে ১৭ এপ্রিল এবার জয় বাংলা শ্লোগানে আমার বাড়িতে হামলা চালায় জামায়াত শিবির। আমি বাড়িতে শুয়ে আছি। ২০ থেকে ২৫ জন আমার বাড়িতে ঢুকে। তাদের হাতে বিভিন্ন অস্ত্র। আমি শুয়ে থাকা অবস্থায় আমার পেটে ও মাজায় গুলি করে। আর ৫ থেকে ৬ জন আমার গায়ের ওপর বসে। আর বাকিরা আমার পা চেপে ধরে রগ কেটে দেয়। মনে করে আমি মারা গেছি বলেই চলে যায় তারা।

14021664_286225638436332_2741403350621447004_n
শহিদের স্ত্রী সাবিনা সিল্কসিটি নিউজকে বলেন, ‘সেদিন আমি কিছু বুঝে উঠতে পারি নি। মাটিতে পড়ে আছেন, আর অঝরে রক্ত ঝরেছে। বাচ্চারা কান্নাকাটি করছে।

 

      (ছবি ফেসবুক থেকে সংগ্রহিত)

সেই দিনের কথা মনে হলে গায়ের লোম শিউরে উঠে। মানুষ যে এতো নিষ্ঠুর আর নির্দয়তা সেদিন দেখেছি।’

স/আ