এখনও তিনি ‘নবাগত’!

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

ভারতীয় চলচ্চিত্র জগতে ১৫ বছর ধরে কাজ করছেন বোমান ইরানি। তারপরও নিজেকে এখনও ‘নবাগত’ বলেই মনে করেন এ অভিনেতা। শুটিং সেটে নাকি জুনিয়র শিল্পীর মতোই আচরণ করেন তিনি!

 

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানি বলেন, ‘চলচ্চিত্র জগতে আমি খুবই ছোট মানুষ। এমনিতে বয়স হিসেবে আপনারা হয়তো আমাকে দাদা বলে ডাকতে পারেন কিন্তু চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে আমি এখনও ছোট মানুষ। আমি যেসব অভিনেতা কিংবা নায়কদের সঙ্গে কাজ করি তাদের বেশিরভাগকেই নিজের চেয়ে জ্যেষ্ঠ বলে মনে করি আমি। আমার আসার পর চলচ্চিত্র জগতে এসেছে এমন নায়কদের সংখ্যা খুব কম।’

 
বোমান ইরানি আরও বলেন, ‘আপনারা যেকোনও নায়কের নাম উচ্চারণ করে দেখেন তারা সবাই আমার চেয়ে সিনিয়র। ইন্ডাস্ট্রিতে আমার আগমনের আগেই তারা কাজ করেছে। এখন আমরা বরুণ ধাওয়ান ও সিদ্ধার্ত মালহোত্রাসহ আরও কয়েকজনের কথা বলতে পারি…এরা সবাই এমন এক প্রজন্ম থেকে এসেছে যারা আমার অভিষেকের আগেই কাজ শুরু করেছে। তাই আমি নিজেকে এখনও নবাগত হিসেবে ভাবি এবং জুনিয়রের মতো আচরণ করি। আর তাতে আমার ভালো লাগে।’

 
বোমান ইরানি একজন পেশাদার থিয়েটার অভিনেতা। ৪০টি নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে বলিউড জগতে অভিষেক হয় তার। ২০০৩ সালে ‘মুন্নাভাই এম.বি.বি.এস.’ সিনোমায় অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

সূত্র: বাংলা ট্রিবিউন