এক প্রশ্নেই ১৯ লাখ ডলারের মাদক বের করে দিল কারবারি

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সচরাচর মাদক কারবারি কিংবা সন্দেহভাজন কাউকে আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় যে কোথায় কী পরিমাণ মাদক রয়েছে। তবে ব্রিটেনের পুলিশ একেবারে ভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এক ব্যক্তিকে শুধু একটি প্রশ্ন করার পরই বিপুল পরিমাণ মাদকের তথ্য পাওয়া গেছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ডের এসেক্স এলাকায় গত বছরের ৩১ মার্চ রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে। কাইরান গ্রান্টের গাড়ি দাঁড় করায় পুলিশ। এরপর তার কাছে মাদক আছে কি না তা জানতে চাওয়া হয়।

কাইরান জানায়, তার গাড়িতে বিপুল পরিমাণ মাদক রাখা আছে। এরপর তার কাছে পুলিশ জানতে চায়, কী ধরনের মাদক? সঙ্গে সঙ্গে সে জানায়, কোকেন।

তার কাছ থেকে ১৯ কিলোগ্রামের বেশি কোকেন উদ্ধার হয়েছে। দুটি ব্যাগে করে রাখা ছিল কোকেন। ওই মাদকের বাজারমূল্য ১.৯ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র: কালের কণ্ঠ