একের পর এক ফুটবলার চোটে আক্রান্ত; ভাবান্তর নেই বাফুফের!

কমলাপুর মাঠের টার্ফ সংস্কারের দাবিতে ফেডারেশন কাপ থেকে সরে দাঁড়িয়েছে ঘরোয়া লিগের জায়ান্ট বসুন্ধরা কিংস। কারণ কমলাপুর মাঠের ধ্বংসপ্রায় টার্ফেই বুটের স্পাইক আটকে চোট পেয়েছিলেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের তারকা ডিফেন্ডার তপু বর্মণ। সেই চোট থেকে সুস্থ হয়ে উঠতে তপুকে এবার ভারতের মুম্বাই যেতে হচ্ছে।

গত ৪ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন তপু। তার বুটের স্পাইক টার্ফে আটকে যাওয়ায় লিগামেন্টে টান পড়ে। দেশে প্রায় এক মাস চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে।

কমলাপুরের টার্ফে একের পর এক ফুটবলার আঘাত পেলেও বাফুফের কোনো ভাবান্তর নেই। গতকাল শুক্রবারও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে টার্ফে পা আটকে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার তথা জাতীয় দলের আরেক সেন্টারব্যাক রিয়াদুল হাসান। আজ তার এমআরআই করানো হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ