একাত্তরেও তরুণ রজনীকান্ত

১৯৫০ সালের ১২ ডিসেম্বর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। ৭১ বছরে পা রাখলেন তিনি।

ভক্তরা তাকে শুধু ভালোবাসেন না, সম্মানও করেন। সম্পূর্ণ আলাদা স্টাইল ও অসামান্য অভিনয়গুণে কোটি মানুষের মন জিতে নিয়েছেন রজনীকান্ত।

জন্মের সময় রজনীকান্তের নাম রাখা হয় শিবাজি রাও গায়কোয়াড়। তার বাবা রামোজি রাও গায়কোয়াড় ছিলেন হাবিলদার। মায়ের মৃত্যুর পর ৪ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট রজনীকান্ত বুঝতে পারেন তাদের আর্থিক অবস্থা ভালো না। তাই পরিবারকে সাহায্য করতে তিনি কুলির কাজও করেন।

নায়ক হিসেবে পরিচিত হলেও অভিনয়ের শুরুতে তামিল ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যেত তাকে। ধীরে ধীরে নায়ক হিসেবে নিজের পরিচয় তৈরি করেন। কয়েক বছরের মধ্যেই তামিল সিনেমার মহানায়কে পরিণত হন। তামিলের পাশাপাশি রজনীকান্ত বলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য রজনীকান্ত ২০০০ সালে পদ্মভূষণ পান। ২০১৪ সালে ৪৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় তাকে ভূষিত করা হয় ‘সেন্টেনারি অ্যাওয়ার্ড ফর ইন্ডিয়ান ফিল্ম পারসোনালিটি অব দ্য ইয়ার’ পুরস্কারে। এ বছর ৫১তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এই অভিনেতা।

 

সূত্রঃ যুগান্তর