একাই পাঁচ গোল এমবাপ্পের

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ফরাসি ফুটবলের ষষ্ঠ স্তরের অপেশাদার দল পেইস দে কাসেলের জন্য পিএসজির বিপক্ষে খেলার সুযোগ ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কিন্তু বাস্তবে তাদের চাঁদ-দর্শনের অভিজ্ঞতা হলো বিস্মরণযোগ্য!

পুঁচকে প্রতিপক্ষ পেয়ে যেন ছেলেখেলায় মেতে উঠল পিএসজি। গোল হলো মুড়ি-মুড়কির মতো। কিলিয়ান এমবাপ্পে একাই করলেন পাঁচ গোল।

সোমবার রাতে এমবাপ্পের তাণ্ডবে অসহায় পেইস দে কাসেলকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ফরাসি কাপের শেষ ষোলোতে উঠেছে ক্রিস্তফ গালতিয়ের দল। বাকি দুই গোল নেইমার ও কার্লোস সোলেরের। পিএসজির ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে এক ম্যাচে পাঁচ গোল করলেন এমবাপ্পে। তাতে টুর্নামেন্টে মার্শেই কিংবদন্তি জিয়েন-পিয়েরে পাপিনের সর্বোচ্চ ২৯ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন

২৪ বছর বয়সি ফরাসি ফরোয়ার্ড। শুধু লিওনেল মেসিকে বিশ্রামে রেখে প্রায় পুরো শক্তির দল নামিয়েছিলেন পিএসজি কোচ। তারপরও পুঁচকে কাসেলের বিপক্ষে প্রথম গোল পেতে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাদের। ২৯ মিনিটে কাসেলের প্রতিরোধ ভাঙার ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বিশ্বকাপ বিরতির পর নেইমারের প্রথম গোলটিও তার বানিয়ে দেওয়া।

গত মাসে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল। শেষ ষোলোতে পিএসজির প্রতিপক্ষ মার্শেই।

সূত্র: যুগান্তর