একদিনে রাজশাহীতে রের্কড ৬৬ জনের করোনা শনাক্ত, নগরীতে ৫৮

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে আজ শুক্রবার ৬০জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে রামেক ল্যাবে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে একদিনে আজ রাজশাহীতে রের্কড ৬৬ জনের করোনা শনাক্ত হলো। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) একদিনে সর্বোচ্চ ৫৯ জনের করোনা আক্রান্ত ছিল রাজশাহীতে। যার মধ্যে নগরীরই ছিলো ৫৪ জন। আজ সেই রেকর্ড ভেঙে দাঁড়ালো ৬৬ জনে। আবার নগরীর রেকর্ড ভেঙেও হলো ৫৮ জন। ফলে ক্রমেই ভয়ঙ্কর অবস্থায় পরিণত হচ্ছে রাজশাহী নগরীর করোনা সংক্রমণের পরিস্থিতি।

এর আগে রামেক ল্যাবে রাজশাহীর ছয়জনের মধ্যে তিনজন র‌্যাব সদস্যও ছিলেন। আর দু’জন ছিলেন বাগমারার। তবে হাসপাতাল ল্যাবে শনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে ৫৮ জনই হলেন নগরীর। আর দু’জনের বাড়ি চারঘাটে।

নগরীর ৫৮ জনের মধ্যে রয়েছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা দপ্তরের কর্মকর্তা নূরুল আলম সিদ্দিক, হাসপাতালের কর্মচারী বেলাল উদ্দিন সোহেল, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, শুক্রবার মারা যাওয়া নগরীর বুলবুলি খাতুন (৬০), পুলিশ সার্জেন্ট শ্যাম লাল এক্কাসহ ১০ জন পুলিশ সদস্যসহ অধিকাংশই নগরীর বাসিন্দা, কেউ হাসপাতালে চিকিৎসাধীন রোগী।

আরও পড়ুন:

রাজশাহীতে একদিনে রেকর্ড ৫৯ জনের করোনা শনাক্ত, পরিচয়সহ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে শুক্রবার (২৬ জুন) আরো ৬০ জনের করোনা ধরা পড়েছ। এদের সকলেই রাজশাহীতেই বসবাস করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, শুক্রবার ল্যাবটিতে দুই সিফটে মোট ১৫২ জনের নমুনার ফল পাওয়া গেছে। যেখানে ৬০ জনের করোনা পজিটিভ। আক্রান্তদের দুইজন চারঘাটের বাসিন্দা এবং বাকি ৫৮ জনের সকলেই রাজশাহী নগরীতে অবস্থান করছেন।
এর আগে শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে ১৯ জনের করোনা ধরা পড়ে। এদের মধ্যে রাজশাহী নগরীর ৪জন, বাগমারা উপজেলার ২জন এবং পাবনার ১৩জন। ল্যাবটিতে এদিন দুই সিফটে মোট ১৮১ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

আরও পড়ুন:

বাসা থেকে রামেক হাসপাতালে এসেই মারা গেলেন নগরীর ব্যবসায়ী

স/আর