বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এই সরকার নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করবে না: জ্বালানি উপদেষ্টা

Paris
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এই সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করবে না উলে­খ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ব্যবসায়ীদের বলেছেন, এখন থেকে সবার জন্য প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে।

বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এমন মন্তব্য করেন।

ব্যবসায়ী প্রতিনিধিদল ফাওজুল কবির খানকে নতুন দ্বায়িত্বের জন্য স্বাগত জানিয়ে বলেন, বেশকিছুদিন ধরে তারা তাদের কারখানায় জন্য নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ না পাওয়ায় তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সময় তারা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান।

উপদেষ্টা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ অপ্রতুল হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, অন্যান্য খাতেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে, বিশেষ করে সার ও বিদ্যুৎ উৎপাদনে। রূপসায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাসের জন্য চালু করা যাচ্ছে না।

তিনি জানান, সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইফনিট বা ভাসমান এলএনজি টার্মিনাল) গত তিনমাস যাবত বন্ধ রয়েছে। এতে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এটি চালুর চেষ্টা করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণের কথা উলে­খ করে ফাওজুল কবির খান বলেন, ২০১০ সালের আইন বাতিল করেছেন। সকল ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যাতে কাজ পায় সেটা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানির দাম আরো কমানো যায় কিনা প্রতিনিধিদলের এমন অনুরোধের জবাবে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। কিন্তু চলমান চুক্তিগুলোর জন্য বিদ্যুৎ ও জ্বালানির দাম সেভাবে কমানো যাচ্ছে না। ল্যান্ডবেইড এলএনজি টার্মিনাল করা যায় কিনা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া খুলনায় একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা যায় কিনা সেটাও যাচাই করা হবে।

সিএনজি স্টেশন ও আবাসিকখাতে গ্যাসের সরবরাহ রেশনিং করে তা শিল্পখাতে সরবরাহ করার এবং স্বর্ণদ্বীপ ও কিশোরগঞ্জের হাওড়ে সরকারি জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র করার বিষয়ে বিবেচনা করতে উপদেষ্টাকে প্রস্তাব দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময়সভায় জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়