এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে শিক্ষা বোর্ড

চলতি বছর স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ এবং স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এতে সভাপতিত্ব করছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম বলেন, এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনার জন‌্য বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

 

সূত্রঃ কালের কণ্ঠ