আজ মুখোমুখি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, পরিসংখ্যানে কে এগিয়ে?

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। এই ফরম্যাটে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা।

আজ শুরু হচ্ছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা। আর প্রথম দিনেই গ্রুপ-‘১’ এর ম্যাচে মাঠে নামতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। প্রতিপক্ষ গতবার যাদের হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়, সেই ইংল্যান্ড।

রাত ৮টায় শুরু হতে যাওয়া এ মহারণের আগে চলুন একটিবার দেখে নেয়া যাক টি-টোয়েন্টি ফরম্যাটে দল দুটির কিছু পরিসংখ্যান :-

 

মোট ম্যাচ ১৮
ইংল্যান্ডের জয় ৭, ওয়েস্ট ইন্ডিজের জয় ১১, ফলহীন ০

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
ইংল্যান্ড: ১৯৩/৭, কেনিংটন ওভাল ২০০৭
ওয়েস্ট ইন্ডিজ: ২০৮/৮, কেনিংটন ওভাল ২০০৭

সর্বনিম্ন দলীয় সংগ্রহ
ইংল্যান্ড: ৮৮, কেনিংটন ওভাল ২০১১
ওয়েস্ট ইন্ডিজ: ৪৫, সেন্ট লুসিয়া ২০১৯

সর্বোচ্চ রান
ইংল্যান্ড: ৪২৩, অ্যালেক্স হেলস
ওয়েস্ট ইন্ডিজ: ৪০৯, ক্রিস গেইল

সেরা ইনিংস
ইংল্যান্ড: ৯৯, অ্যালেক্স হেলস
ওয়েস্ট ইন্ডিজ: ১০০*, ক্রিস গেইল

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন