রবিবার , ২ জুলাই ২০১৭ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উন্নয়ন কার্যক্রম নিয়ে রাসিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Paris
জুলাই ২, ২০১৭ ১০:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবা কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল তাঁর দপ্তরকক্ষে সকল বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে রাসিকের সার্বিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

 

সভায় মহানগরীর নির্মাণাধীন রাস্তা, ড্রেন নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রেড লাইসেন্স, হোল্ডিং, মশক নিয়ন্ত্রণ, সিটি হাসপাতাল, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

মতবিনিময়কালে রাসিকের প্যানেল মেয়র ২ ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টিটো, ১নং ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসিরা খানম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ই-সাঈদ, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ শিমুল, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মুস্তাক হোসেন ঝন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর