উদ্বোধনের দিনই পদ্মা সেতুতে চলবে রেল

পদ্মা সেতুর উদ্বোধনের দিনই চালু হবে রেল সেতু। সেদিন থেকে ওই সেতু দিয়ে রেল চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

বুধবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, ইতোমধ্যে রেল সেতুর মূল কাজের প্রায় ৪১ শতাংশ শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে রেল। মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে। মোট ৪টি রেলস্টেশনের বাকি কাজ খুব দ্রুত শেষ হবে বলেও জানান তিনি।

মাওয়া স্টেশন পরিদর্শন শেষে তিনি জাজিরার অংশ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

এ সময় উপস্থিত ছিলেন- রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ, রেলের ডিজি ডিএন মজুমদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সূত্র:যুগান্তর