উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিল। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাখণ্ড রাজ্য পুলিশপ্রধান অশোক কুমার ভারতের বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, হারিদওয়ার জেলা থেকে বাসটি ছেড়ে আসে। ধুমকোটের বিরখাল এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে; আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্য পুলিশপ্রধান টুইটারে উদ্ধার তৎপরতার ছবি প্রকাশ করেছেন।

এটিকে হৃদয়বিদারক ঘটনা বলে উল্লেখ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস। এক বিবৃতিতে ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে গাউরি গারওয়াল জেলার সিমডি গ্রামের কাছে খাদে পড়ে যায় একটি বাস। ওই বাসে ৪৫ থেকে ৫০ জন ছিলেন। তারা বিয়েবাড়ি যাচ্ছিলেন বা বিয়েবাড়ি থেকে ফিরছিলেন।  সূত্র: কালের কণ্ঠ