উইলিয়ামসন-ওয়ার্নারের মাঝে বিরোধের গুঞ্জন

অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরাবাদকে ২০১৬ আইপিএলের শিরোপা জিতিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। যদিও এতে বড় ভূমিকা ছিল মুস্তাফিজুর রহমানের। এরপর বল টেম্পারিং করে ওয়ার্নার নিষিদ্ধ হন। হায়দরাবাদের নেতৃত্বভার পান কেন উইলিয়ামসন। নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ার্নার ফিরলে আবারও তাকে অধিনায়ক করা হয়। কিন্তু চলতি আইপিএলের ভারত পর্বে দল ৬ ম্যাচের ৫টিতে হারায় আবারও ওয়ার্নারকে সরিয়ে অধিনায়ক করা হয় উইলিয়ামসনকে।

বারবার অধিনায়ক বদলালেও দলের পারফর্মেন্সে কোনো পরিবর্তন আসেনি। গুঞ্জন চলছে যে, সাবেক ও বর্তমান অধিনায়কের বিরোধের কারণেই কি দলের এই হাল? সুনীল গাভাস্কার এবং কেভিন পিটারসেন মনে করেন, অধিনায়ক বদলের এই ঘটনা দলের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ওয়ার্নারকে শুধু অধিনায়কত্ব থেকেই নয়, একাদশ থেকেও বাদ দেওয়া হয়েছে! এ ব্যাপারে গাভাস্কার বলেন, ‘সাবেক অধিনায়ক অবশ্যই মাঠে নিজেকে প্রমাণ করতে চাইবে। নাহলে বাদ পড়তেই হবে।’

অন্যদিকে পিটারসেন বলেন, ‘ওয়ার্নার এবং উইলিয়ামসন সম্পূর্ণ আলাদা। বিপরীতধর্মী মানুষ একে অপরের কাছাকাছি আসে? তবে আমি জানি না তাদের মাঝে কোনো বিরোধ আছে কিনা। জানি না, কীভাবে ওয়ার্নারকে দল থেকে বাদ দেওয়া হলো বা কী বলা হয়েছিল সেই সময়। অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া অনেক বড় ব্যাপার। এটা খুবই খারাপ হয়েছে। আমি জানি না কী হয়েছে, তবে একটা জিনিস বলতে পারি, ওয়ার্নার রানের জন্য ছুটবে। এতে দলেরই লাভ হবে।’