উইঘুর মুসলিমদের নিয়ে পোপের দাবি ভিত্তিহীন : চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

চীনের ধর্মীয় সংখ্যালঘু উইঘুর মুসলমানেরা ‘নির্যাতিত’ বলে মন্তব্য করেছেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। তবে এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখান করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি বলা হয়।

পোপ ফ্রান্সিস নিজের জীবনীকার অস্টেন আইভেরির সঙ্গে মিলে ‘লেট আস ড্রিম: দ্য পাথ টু এ বেটার ফিউচার’ শিরোনামের বইটি লিখেছেন। ১৫০ পৃষ্ঠার বইয়ের এক জায়গায় পোপ বলেন, নির্যাতিত মানুষের কথা আমি সবসময় ভাবি: রোহিঙ্গা, দরিদ্র উইঘুর, ইয়াজিদি।

এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, চীন সব সময় সংখ্যালঘুদের আইনী অধিকারকে সমানভাবে রক্ষা করেছে।

 

সূত্র: ইত্তেফাক