ঈদ ঘিরে আত্রাইয়ে নিরাপত্তা জোরদার

আত্রাই  প্রতিনিধি :  ঈদুল আযহাকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আত্রাই থানা পুলিশ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় টহল দিয়েছে।

বৃহস্পতিবার বিকালে আত্রাই থানার সামনে থেকে টহল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানার সামনে এসে শেষ হয়।

নিরাপত্তার মহাড়ার অংশ হিসেবে এই টহল কার্যক্রমে মোটরসাইকেল ও ভ্যানে পুলিশ সদস্যরা অংশ নেয়। পরে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ঈদুল আযহা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ও মাদক নির্মূল বিষয়ে ব্রিফিং করেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন। এসময়,আত্রাই থানার তদন্ত ওসি মোজাম্মেল হক, এসআই মোস্তাফিজুর রহমান, প্রদীপ কুমার সরকার, ফিরোজ হোসেন, রুবেল,হরেন্দ্রনাথ, ডিএসবি নুরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন বলেন, নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম স্যারের দিকনির্দেশনায়, ঈদুল আযহায় উপজেলার মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। উৎসব উপলক্ষে যেন জাল টাকা ও মাদকের ছড়াছড়ি না হয় সেজন্য অভিযান অব্যাহত রয়েছে।

স/আ.মি