ঈদের পোশাক কেনার ১০ হাজার টাকা ত্রাণ তহবিলে দিলেন ছাত্রলীগ নেতা

পুঠিয়া  প্রতিনিধিঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে ঈদের কেনাকাটা করার ১০ হাজার টাকা মেয়রের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন রাজশাহী জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক মাজিদুর রহমান নয়ন। আজ (৭ মে) বৃহস্প্রতিবার দুপুরে নগর ভবনে মেয়রের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় করোনা ভাইরাসে সংকটময় পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহযোগিতায় নগদ অর্থ দেয়ায় ছাত্রলীগ নেতাকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র লিটন।

ছাত্রলীগ নেতা মাজিদুর রহমান নয়ন জেলার পুঠিয়া উপজেলার বাসিন্দা। তিনি করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকেই নিজ এলাকায় সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেছেন।

ছাত্রলীগ নেতা নয়ন জানান, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদানের আহ্বান জানানো হয়। সে আহ্বানে সাড়া দিয়ে তিনি আসন্ন ঈদুল ফিতরের কেনাকাটা বাদ দিয়ে নগদ ১০ হাজার টাকা ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

আরো পড়ুন …

রাসিক মেয়র ট্যাক্স মওকুফ করলে মেস ভাড়াও বিবেচনা করবেন বাড়ি মালিকরা