ঈদের ছুটির পর ১ম কর্মদিবসে গোমস্তাপুরে অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত

গোমস্তাপুর প্রতিনিধি:

ঈদ-উল-আযহার ছুটির পর ১ম কর্মদিবসে সোমবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের অধিকাংশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকতে দেখা গেছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর সরেজমিন পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে।

কর্মচারীরা অফিস খুললেও অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত ছিল। ঈদের সরকারি ছুটিতে কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগে নিষেধজ্ঞা থাকলেও অনেকেই ৩০ জুলাই অফিস করার পর ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে চলে যান।

সোমবার অফিস চলাকালীন উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, , প্রাণিসম্পদ কর্মকর্তা কাউসার আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদকে অফিসে উপস্থিত পাওয়া যায়।

অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপজেলার কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সমবায় কর্মকর্তা নাদিম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, হিসাবরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বরুণ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা রইসুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুুল আলম।

গণহারে কর্মকর্তাদের অনুপস্থিতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, ঈদের ছুটি শেষ হলেও বিভিন্ন কারণে অনেকেই কর্মস্থলে উপস্থিত হতে পারেনি। তবে জরুরী প্রয়োজনে তারা তাৎক্ষনিক ভাবে কর্মস্থলে হাজির হতে বাধ্য।

স/অ