ঈদযাত্রায় তিন ট্রেনের শিডিউল বিপর্যয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিবারের তুলনায় এবার রেলপথে ভোগান্তি অনেকটাই কম। অধিকাংশ ট্রেনই স্বাভাবিক নিয়মে ছাড়ছে। ফলে স্বস্তিতে রয়েছেন অধিকাংশ রেলযাত্রী। তবে এক্ষেত্রে সমস্যা তৈরি করেছে সুন্দরবন, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস।

আজ সোমবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে মাত্র তিনটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সুন্দরবন, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস বিলম্ব করছে। এছাড়া সকাল ৯টা পর্যন্ত মোটামুটি শিডিউল মেনেই ছেড়েছে সবক’টি ট্রেন।

গত ২৫ মে যারা ট্রেনের আগাম টিকিট কেটেছিলেন, তারা আজ সোমবার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস আজ সকাল সোয়া ৬টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটি ছেড়েছে সোয়া ৮টায়। চিলাহাটীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১১টায়। এছাড়া রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি শেষ খবর পাওয়া পর্যন্ত কমলাপুরে পৌঁছায়নি। এ ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল সোয়া ১০টায়।

আজ সোমবারও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের তেমন ভিড় দেখা যায়নি। কমলাপুর থেকে ট্রেনের ছাদেও উঠতে দেওয়া হচ্ছে না কাউকে।