বৃহস্পতিবার , ২১ মার্চ ২০১৯ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় আমেরিকান পপ গায়িকা

Paris
মার্চ ২১, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলাম ধর্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ডেলা মাইলস।

ইসলাম ধর্মগ্রহণের পর নিজেকে সম্মানিত বোধ করছেন মর্মে তিনি বিবৃতি দিয়েছেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় ৫০ মুসল্লি নিহতের ঘটনায় যখন শোকে কাতর, বিশ্ব তখনই এমন খবরটি এলো। আল খালিজ অনলাইনের খবর অনুযায়ী, তিনি কালেমা তাইয়্যেবা ও কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।

এ ছাড়া তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এ খবরটি।

বর্তমানে ডেলা তুরস্ক ভ্রমণে রয়েছেন। সেখানে ইসলাম ধর্মীয় বিভিন্ন সংস্কৃতি ও মসজিদগুলো ঘুরে ঘুরে দেখেছেন।

গত ১৯ মার্চ তিনি তার ইনস্টাগ্রাম ও টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।

যেখানে দেখা গেছে, ইস্তানবুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদের ভেতরে হিজাব পরে ঘোরাফেরা করছেন তিনি।

একটি পোস্টে তিনি লিখেছেন- ইস্তানবুলকে আমি ভালোবাসি।

কমেন্টে ইস্তানবুলের অধিবাসীরা লিখেছেন- তোমাকে ইসলাম ধর্মে স্বাগতম।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই সংগীতশিল্পী কয়েক বছর ধরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

তিনি ইসলাম সম্পর্কে জেনে মুগ্ধ হন ও দিন দিন তার ইসলাম বিষয়ে আকর্ষণ বাড়তে থাকে। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন।

এ বিষয়ে ডেলা বলেন, ইসলাম ধর্মগ্রহণ করে আমি সম্মানিত হয়েছি।

এর পর তিনি যোগ করেন, ইসলাম ধর্ম প্রচারক মুহম্মদ (সা.) সম্পর্কে যতই জেনেছি, ততই মুগ্ধ হয়েছি। এ ব্যাপারটি আমার জন্য খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়। আমি বুঝেছি- ইসলাম ভালোবাসা ও সহনশীলতার ধর্ম।

নিউজিল্যান্ডে সংঘটিত সন্ত্রাসী গণহত্যা প্রতিক্রিয়ায় ডেলা মাইলস বলেন, ‘নিউজিল্যান্ডে যা ঘটেছে, তা ভয়ানক নিষ্ঠুর ও জঘন্যতম। এ বর্বরোচিত নিষ্ঠুর হত্যাযজ্ঞ আমার দেহ ও মনকে ভেঙে ফেলেছে। এটি কখনই মেনে নেয়ার নয়।’

সর্বশেষ - আন্তর্জাতিক