ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রে আমিরাতের প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন যায়েদ আল নাহইয়ানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে গেলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করার জন্য ওয়াশিংটনে পৌঁছেছেন শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহইয়ান। কাল মঙ্গলবার দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

ওই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপস্থিত থাকার কথা রয়েছে। নেতানিয়াহু নিজেই তার ওয়াশিংটন সফরকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষর হবে।

এদিকে সংযুক্ত আমিরাতের পথ ধরে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বাহরাইন। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

তবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হতে যাচ্ছে নাকি শান্তি চুক্তি হবে, সে ব্যাপারে সঠিক কোনো তথ্য জানা যায়নি।

 

সূত্রঃ কালের কণ্ঠ