ইসরায়েলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইহুদিবাদী ইসরায়েলের বিমানের জন্য আকাশ উন্মুক্ত করে দিতে রাজি হয়নি ওমান। এর মধ্য দিয়ে পরিষ্কার হলো যে, দেশটি ইহুদিবাদী ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করছে না।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে বুধবার খবর দিয়েছে যে, ওমানের সুলতান ইসরায়েলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেয়ার পক্ষে মত দেন নি। ওমানের আকাশ সীমা ব্যবহার করতে পারলে ইসরায়েলি বিমানের জন্য দূরপ্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে।

ওমানের আকাশসীমা খুলে দেয়া ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে, সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়ার পরেও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরের আকাশে ইসরায়েলি বিমানের প্রবেশ সহজসাধ্য হচ্ছে না। সে ক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরায়েলের ফ্লাইটগুলো।

ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরায়েল বিমানগুলোকে ইয়েমেনের আকাশ  পাড়ি দিতে হবে যার আপাতত সম্ভাবনাই নেই। রাশিয়া টুডে’র রিপোর্টে বলা হয়েছে- ইসরায়েলের সঙ্গে ওমানের এরইমধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে কিন্তু বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন