সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইসরায়েলকে এরদোয়ানের হুঁশিয়ারি

Paris
অক্টোবর ৭, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েল গাজা উপত্যকায় যে গণহত্যা চালিয়ে আসছে তার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ সোমবার তিনি বলেছেন, ‌‘এটা ভুলে যাওয়া উচিত নয় যে ইসরায়েলকে শীঘ্রই বা পরে এই গণহত্যার মূল্য দিতে হবে। যে গণহত্যা তারা এক বছর ধরে চালিয়ে আসছে এবং অব্যাহত রেখেছে।’

এরদোয়ান আরও বলেছেন, ‘গাজা, ফিলিস্তিন, লেবাননে যারা মারা যাচ্ছে তারা শুধু নারী, শিশু, শিশু, নিরীহ বেসামরিক নাগরিক নয়; তারা নারীও। এটা আন্তর্জাতিক মানবাধিকারের বড় লঙ্ঘন।’

এরদোয়ানের ভাষায়, ‘যতক্ষণ পর্যন্ত গাজা গণহত্যার জন্য অর্থ প্রদান বন্ধ না করা হবে, ততক্ষণ বিশ্ব শান্তিতে থাকতে পারবে না। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক লড়াই অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এরদোয়ান।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার এরদোয়ান এক এক্স পোস্টে এ হুঁশিয়ারি দেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক