বৃহস্পতিবার , ১১ অক্টোবর ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইলিশ নিষেধাজ্ঞা মানছে সবাই

Paris
অক্টোবর ১১, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা মানছে ব্যবসায়ীরা। তাই বাজার জুড়ে মিলছে না ইলিশের দেখা। অনেকটাই ফাঁকা পড়ে আছে ইলিশ মাছ বিক্রির দোকানগুলো।

গতকাল বুধবার সন্ধ্যায় এমন দৃশ্য চোখে পড়ে রাজশাহীর সাহেববাজার মাছপট্টিতে। এই অবস্থা নিউ মার্কেট এলাকাতেও। তবে সাহেববাজার এলাকায় মাছ ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করতে দেখা যায়। কিন্তু নিউ মার্কেট এলাকায় শুধু ইলিশ মাছ বিক্রি করা হয়। তাই একদম ফাঁক পড়ে আছে মাছের আড়ৎ।

সাহেববাজার এলাকায় ইলিশ বিক্রেতা মোবাইদুল ইসলাম বাদু জানায়, মা-ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘœ করতে গত ৭ থেকে ২৮ অক্টোবর পর‌্যন্ত (মোট ২২ দিন) ইলিশের প্রজননের লক্ষে মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এজন্য বাজারে ইলিশ নেই। এছাড়া পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের বেধে দেওয়া সময় শেষ হলে বাজারে ইলিশ পাওয়া যাবে। তখন ইলিশের আমদানি অনেক বেশি হবে। তাই কমতেও পারে ইলিশের দাম।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর