‘ইরান-সৌদি দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান’

ইরান এবং সৌদি আরবের মধ্যে সামরিক উত্তেজনা ও দ্বন্দ্ব নিরসনে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি আরব নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইমরান খান বলেন, সৌদি আরব ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং অস্থিতিশীল অঞ্চলগুলোতে সামরিক অভিযান পরিচালনা করতে বাধা দিয়েছে।

তিনি বলেন, এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছে।

ইরান ও সৌদি আরবের মাঝে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত আছে এবং এ প্রচেষ্টায় ধীরে ধীরে অগ্রগতিও হচ্ছে বলেও উল্লেখ করেন ইমরান খান।

তিনি বলেন, এ দুই দেশের মধ্যে সামরিক সংঘাত এড়াতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমাদের প্রচেষ্টা সফল হয়েছে।

পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের প্রতি অভিযোগ করে ইমরান খান বলেন, দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতাবাদকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পুরোপুরিভাবে এড়িয়ে চলছে।

জিয়ো নিউজ উর্দু অবলম্বনে- মুহাম্মদ বিন ওয়াহিদ