শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইরানে পুলিশি হেফাজতে বন্দির মৃত্যু : কমান্ডার বরখাস্ত

Paris
আগস্ট ৩১, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানের একটি শহরের পুলিশ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। পুলিশি হেফাজতে এক বন্দির মৃত্যুর পর এ পদক্ষেপ নেওয়া হলো। রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে।সরকারি বার্তা সংস্থা ইরনা প্রকাশির এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, লাহিজান শহরে মারামারিতে জড়িত থাকায় ২২ জুলাই মোহাম্মদ মীর মুসাভিকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ বলেছে, কর্মীদের আচরণ ও ব্যবহারের অপর্যাপ্ত তদারকির কারণে পুলিশ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জটিল, তাই মোহাম্মদ মীর মুসাভির মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিক্যাল পরীক্ষকের চূড়ান্ত প্রতিবেদনের ওপর নির্ভর করবে।এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত স্টেশন কমান্ডার ও বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। পাশাপাশি বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আইন প্রয়োগকারী কিছু কর্মকর্তার আচরণ পুলিশের পেশাদার নীতির বিরুদ্ধে ছিল এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাই তাদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও বুধবার বলেছিল, মীর মুসাভি ‘আটককেন্দ্রে নির্যাতনের কারণে নিহত হয়েছেন’। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরে বৃহস্পতিবার মামলার তদন্তের নির্দেশ দেন।

ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বরখাস্তের ঘটনা বিরল।

এর আগে ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়েছিল। ২২ বছর বয়সী এই ইরানি কুর্দি নারী তেহরানে নারীদের জন্য দেশটির কঠোর পোষাক নীতি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তার মৃত্যুর পর কয়েক মাস ধরে দেশব্যাপী বিক্ষোভ চলে।
সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক