বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইরানের সীমান্তে গুলিতে ২৬০ জন আফগান অভিবাসনপ্রত্যাশী নিহত

Paris
অক্টোবর ১৭, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের সীমান্তে বর্বরোচিত গুলির ঘটনায় ২৬০ জনেরও বেশি আফগান অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে এই অভিবাসনপ্রত্যাশীদের হত্যা করেছে।

আফগান সম্প্রচারমাধ্যম অ্যারিয়ানা নিউজের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশীর দল রোববার সন্ধ্যায় আফগানিস্তান ও ইরানের মধ্যে কালগান-সারাভান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। সীমান্তরক্ষী বাহিনী ওই দলের ওপর নির্বিচারে গুলি চালায় বলে জানা গেছে, যার ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

ইরানভিত্তিক মানবাধিকার সংস্থা হালুশ দাবি করেছে, এ ঘটনায় কমপক্ষে ২৬০ জন আফগান নাগরিক নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে, সরকার এই মর্মান্তিক ঘটনার তদন্ত করছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক