ইরানের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করলেন মাইক পম্পেও

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের টেবিলে সব অপশন খোলা রয়েছে বলে আবারো হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ইসরায়েলের দৈনিক পত্রিকা ‘জেরুসালেম পোস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, গত চার বছরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই নীতি অনুসরণ করে এসেছে এবং এই নীতির পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরো বলেন, আমার মূল্যায়ন এবং ইতিহাস তাই বলবে যে, আমরা এ ব্যাপারে খুবই সফল হয়েছিলাম।

তিনি আরো বলেন, আমি স্মরণ করতে পারি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণের শুরুর দিকে আমরা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন বিশ্ব বলেছিল ইরানের বিরুদ্ধে শুধু যুক্তরাষ্ট্রের চাপ কার্যকর হবে না।

পম্পেও বলেন, এই চাপের কারণে ইরান বিশ্বব্যাপী ক্ষতিকর তৎপরতা কমাতে বাধ্য হয়েছে। এর মধ্যে একটি হলো ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো অর্থের চালান গ্রহণ করতে পারবে না। এটি আগের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণভাবে ভিন্ন ছিল এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে বার্তা গেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ