বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইরাকে আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা

নিউজ ডেস্ক
মার্চ ৪, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ

ইরাকের পশ্চিমাঞ্চলের আল-আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত দশটি রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী, সামরিক জোট ও ইরাকি সামরিক বাহিনী রয়েছে। ইরাকের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইরাকে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় রকেট হামলার ঘটনা। হামলায় কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী।

মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন ম্যারোটো এক টুইটার পোস্টে জানান, বুধবার ভোরে ঘাঁটিকে লক্ষ্য করে রকেটগুলো নিক্ষিপ্ত হয়।

জানা যায়, এই বিমানঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বহু জঙ্গিবিমান রয়েছে। এর আগে বাগদাদ অপারেশন্স কমান্ডের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিমান ঘাঁটি থেকে আট কিলোমিটারের মতো দূরের কোনো জায়গা থেকে ১৩টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

সম্প্রতি ইরাকে মার্কিন স্বার্থে হামলা বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক নেতারা মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - রাজশাহীর খবর