বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০১৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইরাকের মার্কিন ঘাঁটিতে আইএসের রাসায়নিক হামলার আশঙ্কা

Paris
সেপ্টেম্বর ২২, ২০১৬ ৭:৪১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) রাসায়নিক অস্ত্র ছুড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ইরাকের মসুল শহরে নিকটবর্তী ওই ঘাঁটির কাছে পাওয়া একটি রকেট পরীক্ষা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এ তথ্য জানিয়েছে।

 

মার্কিন সামরিক বাহিনী জানায়, মসুলের নিকটবর্তী কায়ারা বিমান ঘাঁটির কয়েকশ ফিটের মধ্যে একটি রকেট পড়ে। রকেটটিতে প্রাণঘাতী মার্স্টার্ড গ্যাস তৈরির উপাদান আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি নিশ্চিত হওয়া গেলে এটিই হবে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আইএসের প্রথম রাসায়নিক অস্ত্র হামলা।

 

মাস্টার্ড গ্যাস মানুষের ত্বক, চোখ এবং শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে, যা থেকে মৃত্যুও হতে পারে।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ফক্সনিউজকে বলেন, সন্দেহভাজন রকেটটিতে তৈলাক্ত পদার্থ দেখতে পেয়ে দুটি পরীক্ষা চালানো হয়। প্রথম পরিক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া যায়। তবে পরবর্তী ফলাফলটি ছিল নেতিবাচক।

 

সিএনএন জানায়, রকেটটি নিয়ে আরো পরীক্ষা করা হচ্ছে।

 

কায়ারা বিমান ঘাঁটিতে সাধারণত কয়েকশ মার্কিন সেনা অবস্থান করে । তবে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

মার্কিন সামরিক বাহিনী জানায়, ঘাঁটিতে রাসায়নিক হামলা থেকে বাঁচার প্রয়োজনীয় ব্যবস্থা ছিল।

 

এর আগে গত বছর ইরাকে কুর্দি বাহিনীর ওপর আইএস ২০ বার রাসায়নিক অস্ত্র ছুড়েছে বলে মার্কিন নথিতে দাবি করা হয়। অবশ্য দীর্ঘদিন ধরেই আশঙ্কা করা হয়, আইএস ইরাক ও সিরিয়ায় ত্রুটিপূর্ণ রাস্তায়নিক অস্ত্র তৈরি ও ব্যবহার করছে।

 

গত দুই বছর ধরে ইরাকের মুসল শহরে নিয়ন্ত্রণ রেখেছে আইএস। সম্প্রতি মসুল দখলে অভিযান শুরু হয়েছে। এই অভিযানে স্থানীয় যোদ্ধাদের সহায়তা করছে মার্কিন সেনারা।

সূত্র: এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফিনল্যান্ডে জেলহত্যা দিবস পালন

ছাত্রমৈত্রী রাজশাহী জেলা সাধারণ সম্পাদকের পদত্যাগ

২০২২ সালে কীভাবে করোনাকে পরাজিত করা সম্ভব, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

রাজশাহীতে সরকারি নির্দেশনা না মানায় জাপান টোব্যাকোকে জরিমানা

বাঘায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সুনাম বাড়বে মিথুনের, ঝুঁকি নিতে পারেন মীন

ভারতের সাথে নৌপথে বাণিজ্যে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে, বাড়বে কর্মসংস্থান : মেয়র লিটন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ১৪ বিলিয়ন ডলার ব্যয়

সালতামামি ২০১৯: নিত্যপণ্যে কেঁদেছে ভোক্তা সুদহারে বিনিয়োগকারী

সিংড়ায় ভেজাল ওষুধ-যৌন উত্তেজক সিরাপ ধ্বংস, দু’জনের কারাদণ্ড