ইরফানকে ‘উঠিয়ে নেয়ার’ হুমকি দিয়েছিলেন শোয়েব আখতার

পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে অসাধারণ স্মৃতি রয়েছে ভারতের বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠানের। ২০০৬ সালের করাচি টেস্টে ম্যাচের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করার অসামান্য কৃতিত্ব অর্জন করেছিলেন ইরফান।

সেই একই সিরিজে আবার তিক্ত এক অভিজ্ঞতাও রয়েছে ইরফানের। তবে সেটি নিজের ব্যাটিং বা বোলিং দিয়ে নয়, প্রতিপক্ষ ক্রিকেটার শোয়েব আখতারের স্লেজিংয়ের কারণে। ফয়সালাবাদ টেস্টে ইরফানকে উঠিয়ে নেয়ার হুমকি দিয়েছিলেন শোয়েব।

প্রায় দেড় দশক পর সেই ম্যাচের স্মৃতিচারণ করেছেন ইরফান। ম্যাচের প্রথম ইনিংসে ৫৮৮ রান করেছিল পাকিস্তান। জবাবে ভারত নেয় ১৫ রানের লিড, অলআউট হয় ৬০৩ রানে। এ লিড নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল ইরফান পাঠান ও মহেন্দ্র সিং ধোনির।

দলীয় ২৮১ রানের মাথায় পঞ্চম উইকেট পতনের পর দুজন মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেন ২১০ রান। ধোনি করেন ১৫৩ বলে ১৪৮ ও ইরফানের ব্যাট থেকে আসে ১৭০ বলে ৯০ রান। তাদের এ জুটির সময়েই উইকেট না পাওয়ার হতাশায় মেজাজ হারিয়েছিলেন শোয়েব। এতে অবশ্য ইরফানেরও হাত ছিল।

এক ইন্সটাগ্রাম লাইভে সেই ম্যাচের কথা মনে করে ইরফান বলেছেন, ‘আমি যখন ব্যাটিংয়ে নামি। তখন শোয়েব আখতার নিশ্চিত ১৫০-১৬০ কিমি গতিতে বোলিং করছিল। আমি উইকেটে গিয়ে ধোনিকে জিজ্ঞেস করলাম, উইকেটের চরিত্র কেমন? সে শুধু বললো, বিশেষ কিছু না, ব্যাটিং করতে থাকো।’

তিনি বলতে থাকেন, ‘শোয়েবের প্রথম বল খেললাম, সেটা ছিল বাউন্সার, আমি সত্যি বলতে কিছুই দেখিনি। আমরা তখন যে করেই হোক ওর স্পেলটা কাটিয়ে দিতে চাচ্ছিলাম। জুটি গড়ার দিকে মনোযোগ দিয়েছিলাম আমরা। কিছুক্ষণ পর পরের স্পেলে আবার আসল শোয়েব।’

যখন শোয়েবের গতির সঙ্গে পেরে উঠছিলেন না ইরফান ও ধোনি, তখন তাকে মানসিকভাবে নিচু করার ফন্দী আঁটেন তারা দুজনে। ইরফান স্লেজিং করতে শুরু করেন শোয়েবকে আর ধোনিকে বলেন শুধু হাসতে। তাতে মেজাজ গরম হয়ে যায় পাকিস্তানি পেসারের এবং হুমকি দিয়ে বসেন ইরফানকে।

ইরফানের ভাষ্যে, ‘শোয়েব তখন অনেক স্লেজিং করছিল। যদি কথা হয় দশ, তবে ওরা সেটাকে বিশ বলবে। তাই আমি ধোনিকে বললাম, আমি শোয়েবকে স্লেজিং করবো, তুমি শুধু ওর দিকে তাকিয়ে হাসবে। ধোনি মেনে নিল। শোয়েব স্লেজিং করতে থাকল, ওর বলও তখন রিভার্স সুইং করছিল।’

‘একটা সময় আমি শোয়েবকে বললাম, ভাইয়া, আপনার পরের স্পেলেও একই পরিমাণ শক্তি লাগবে। এতে শোয়েব রেগে যায় এবং প্রতিক্রিয়ায় বলে, অনেক বেশি কথা বলছো কিন্তু। আমি তোমাকে এখান থেকে উঠিয়ে নেবো। কোনভাবে সে নিজের স্পেল শেষ করে এবং আমরাও ম্যাচটি ড্র করি।’

সূত্রঃ জাগো নিউজ