ইয়াসিন আরাফাত: ওয়ানডে ক্রিকেটে ৮ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লিস্ট ‘এ’ বা ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৮টি উইকেট নিয়েছেন গাজী গ্রুপের ডানহাতি পেস বোলার ইয়াসিন আরাফাত।

ক্রিকেট ইতিহাসে এক ওয়ানডে ইনিংসে ৮ উইকেট নেয়া একাদশ বোলার তিনি।

চলতি বছর হয়ে যাওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তার খেলার কথা থাকলেও চোটের কারণে খেলতে পারেননি।

বুধবার গাজী গ্রুপ ক্রিকেটোর্সের আরাফাতের এই বোলিং তোপে ২৬ ওভার ১ বলে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় আবাহনী।

এটি ছিল চলতি লিগে ইয়াসিন আরাফাতের প্রথম ম্যাচ। যেখানে ৪০ রান দিয়ে আট উইকেট নিয়েছেন তিনি।

২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আরাফাতের।

গেল বছর অভিষেক ম্যাচেও আবাহনীর বিপক্ষে ৬টি উইকেট নিয়েছিলেন আরাফাত। সেবার তিনি ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেন।

এই ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের।

এই বাহাতি স্পিনার ২০০৩-০৪ মৌসুমে ঢাকায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

আর লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ব্রাদার্সের শন উইলিয়ামসের।

২০১৩-১৪ মৌসুমে জিম্বাবুয়ের এই বাঁহাতি স্পিনার কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। বিবিসি বাংলা