ইবির নতুন উপাচার্যের যোগদান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম যোগদান করেছেন।

বুধবার সকালে তিনি উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড শেখ আব্দুস সালাম প্রতিবেদককে বলেন, এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আমি আশা করছি সরকার আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রেখেছে সেটাকে সম্মান করে ওই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে ন্যায্য কাজ-কামকে এগিয়ে নিতে পারি। তা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধিতে কাজ করবো আশা করছি।

 

এর আগে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০ (১) ধারা অনুসারে তাকে নিয়োগ দেওয়া হয়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন