ইবিতে “সেল্ফ অ্যাসেসমেন্ট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে “অ্যাওয়ারনেস বিল্ডিং স্ট্র্যটেজিকস্ ফর সেল্ফ অ্যাসেসমেন্ট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিভাগীয় সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. শামসুল আলম।

ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি ও সেল্ফ অ্যাসেসেমন্টে কমিটির প্রধান প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে ও বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. দীপক কুমার পাল, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. এ এস এম আয়নুল হক আকন্দ, ড. আব্দুর রউফ, প্রফেসর ড. বাবলী সাবিনা আযহার, ড. এ টি এম মিজানুর রহমান, ড. আবুল কাসেম তালুকদার, ড. হাফিজুর রহমান, ড. সেলিম রেজা, তৌফিক এলাহী, শেখ শাহিনুর রহমান, মোমিনুল ইসলাম, শাম্মী আক্তারসহ বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

স/অ