ইবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। বৃহষ্পতিবার বিশ্বদ্যিালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

 

এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারি, সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি জুয়েল রানা হালিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 
সভায় পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও প্রফেসর ড. অরবিন্দ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারি।
আলোচনা শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মানে পূজার্চনা অনুষ্ঠিত হয়।

স/অ