ইবিতে বিতর্ক সভা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭টায় জিয়াউর রহমান হলের টিভি রুমে এ বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। ইবির সাদ্দাম হোসেন হল ও জিয়াউর রহমান হল যৌথ ভাবে এ বিতর্ক সভার আয়োজন করে।

 
“জঙ্গিবাদ পুঁজিবাদের সৃষ্টি” এর পক্ষে ও বিপক্ষে ছায়া সংসদের অধিনে বিতর্ক প্রতিযোগীতায় উভয় দলই সমান হয়। এতে সরকার দলের প্রধান মন্ত্রী ছিলেন আব্দুল মুত্তালিব, পর-রাষ্ট্র বিষয়ক মন্ত্রী শফিউল্লাহ, এবং সরকার দলীয় সাংসদ ছিলেন মুজাহিদুল ইসলাম। বিরোধী দলীয় নেতা ছিলেন খালিদ হাসান, সংসদ উপনেতা মমিনুল ইসলাম, বিরোধী দলীয় সাংসদ ছিলেন ফইসাল আকবর।

 
বিতর্ক সভায় স্পিকারের দায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। এছাড়া অন্যান্য বিচারক মন্ডলীর মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি শামিম হোসাইন, বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি আসাদুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি আশরাফ সিদ্দিকী মারুফ, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান প্রমূখ।

 
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের দুই শতাধিক শিক্ষার্থী বিতর্ক সভা উপভোগ করেন।

স/অ