ইবিতে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচী পালিত

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জঙ্গি বিরোধী র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আহ্বানে শনিবার দিন ব্যাপি নানা কর্মসূচী পালন করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে জঙ্গিবিরোধী র‌্যলি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

unnamed copy
র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের মতে এটাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহত র‌্যালি।

আলোচনা সভায় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান এবং আইন ও মুসলিম বিধান বিভাগের সহকারি অধ্যাপক ড. আরমিন খাতুনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন- ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. মিজানুর রহমান, সকল বিভাগীয় সভাপতি, আবাসিক হল প্রভোস্ট, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি জুয়েল রানা হালিম, যুগ্ম সম্পাদক আনিচুর রহমান আনিচ, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবুসহ বিভিন্ন বিভাগের ৮ সহ¯্রাধীক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

unnamed copy

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় থিয়েটার, রোটার‌্যাক্ট, তারুণ্য ও ফ্লিম সোসাইটির আয়োজনে জঙ্গি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে থিয়েটারের নাট্যকর্মীসহ বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের কর্মীরা নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহন করে। এছাড়া আবাসিক হল সমূহে জঙ্গি বিরোধী প্রিতি বিতর্ক অনুষ্ঠিত হয়।

স/অ