ইফতারের পর জামাতে নামাজ আদায় করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা মুসলমানদের এক ইফতার মাহফিল পরবর্তী মাগরিবের নামাজে অংশগ্রহণ করে নামাজ আদায় করেছেন।

কেপটাউন থেকে ১০ কিলোমিটার দূরে ল্যানসডাউনের ইসলামিয়া কলেজে অনুষ্ঠিত এ ইফতার মাহাফিলে প্রেসিডেন্ট সিরিল রামাপোসা অংশগ্রহণ করেন।

মাহফিলে প্রেসিডেন্ট ছাড়াও প্রেসিডেন্টের দফতরের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে এক বক্তব্যে মুসলমানদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে পরপারে চলে যেতে হবে। তাই সব মানুষের উচিত সৎভাবে জীবন-জীবিকা নির্বাহ করা। সব ধর্ম-বর্ণের মানুষ হানাহানি বাদ দিয়ে মিলেমিশে থাকা।
মুসলিম জুডিশিয়াল কাউন্সিল দক্ষিণ আফ্রিকা এ মাহফিলের আয়োজন করেন। এ সময় প্রেসিডেন্ট ছাড়াও মুসলিম জুডিশিয়াল কাউন্সিলের সভাপতি শেখ ইরফান আব্রাহামস বক্তব্য রাখেন।