ইন্দোনেশিয়ার চিড়িয়াখানার বাঘ করোনা আক্রান্ত

জাকার্তার একটি চিড়িয়াখানায় দুটি সুমাত্রান বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বর্তমানে সুস্থ্য হয়ে উঠেছে।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা রবিবার জানান, বিপন্ন প্রাণিগুলি কীভাবে অসুস্থ হয়েছিল তারা তা অনুসন্ধান করেছে। খবর এএফপি’র।

৯ বছর বয়সী টিনো এবং ১২ বছর বয়সী হ্যারি’র জুলাইয়ের মাঝামাঝি সময়ে ফ্লু-এর মতো উপসর্গ, শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও ক্ষুধা কমে যাওয়ার পর তাদের ভাইরাস পরীক্ষায় পজেটিভ ধরা পরে। কিন্তু পুরুষ বাঘ দু’টি চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে। “তাদের ক্ষুধা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং তারা আবার সক্রিয় হয়ে উঠেছে।”

জাকার্তার পার্কস অ্যান্ড ফরেস্ট সার্ভিসের প্রধান সুজি মার্সিতাবতী এক বিবৃতিতে বলেন, ‘উভয় প্রাণীই এখন সুস্থ।তাই আমরা এখনও উৎস খুঁজে  বের করার  চেষ্টা করছি।’

দেশটিতে ৩৪ লক্ষাধিক লোক সংক্রমিত এবং ৯৪ সহস্রাধিক করোনা ভাইরাসে মারা গেছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন