ইনজুরিতে পগবা, খেলা হচ্ছে না বিশ্বকাপ বাছাইয়ে

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ঊরুর ইনজুরির কারণে ছিটকে পড়েছেন মিডফিল্ডার পল পগবা। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, সোমবার অনুশীলনের সময় এই চোট পান ২৮ বছর বয়সী পগবা।

আগামী শনিবার কাজাখস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পগবাকে পাচ্ছে না ফ্রান্স। ১৬ নভেম্বর ফিনল্যান্ডের বিপক্ষেও খেলতে পারবেন না পগবা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত ২৪ অক্টোবর লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের ৫-০ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেন পগবা। সে কারণে পাওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আগামী ২০ নভেম্বর ওয়াটফোর্ডের বিপক্ষে এমনিই খেলতে পারবেন না তিনি।

কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে সবার ওপরে আছে ফ্রান্স। ৬ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। বাছাইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলেই ২০২২ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে তাদের।

 

সূত্রঃ কালের কণ্ঠ