ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সরাবে টুইটার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছয় মাসের বেশি সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকা অ্যাকাউন্ট ডিলিট করবে টুইটার।

আগামী ১১ ডিসেম্বরের পর থেকে অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করবে টুইটার। নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। না হলে অ্যাকাউন্টের ইউজার নেম অন্য ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেবে টুইটার।

টুইটারের ইনঅ্যাক্টিভ ব্যবহারকারীদেরকে প্ল্যাটফর্মটিতে শুধু লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট বাঁচাতে কোনো পোস্ট করার প্রয়োজন নেই।

টুইটারের একজন মুখপাত্র সংবাদমাধ্যম দ্য ভার্জকে জানিয়েছেন, গত ৬ মাস বা তার বেশি সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকা ব্যবহারকারীদের ইমেইলে এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে টুইটার। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকার কারণে অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হচ্ছে। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিলিটের এই প্রক্রিয়া চলবে কয়েক মাস ধরে।

ব্যবহারকারীরা যাতে টুইটারে নির্ভরযোগ্য তথ্য পায় তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে টুইটার।

টুইটারের মুখপাত্র আরও জানান, আপাতত মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ করার সুযোগ নেই টুইটারে। পরবর্তীতে অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ করার সুবিধা যুক্ত হতে পারে টুইটারে।