ইতিহাস গড়ল সৌদির নারী ফুটবল দল

সিল্কসিটিনিউজ ডেস্ক;

প্রথমবারের মতো নিজ দেশে ফুটবল খেলে ইতিহাস গড়লেন সৌদি আরবের নারীরা।

গত বছরের অক্টোবরে গড়া দলটি শনিবার প্রথমবারের মতো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামে। খবর আরব নিউজের।

সৌদির আভা শহরে সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে সৌদি-ভুটানের মধ্যে শনিবার এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

তবে ইতিহাস গড়া এ ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। নিজ দেশে প্রথমবার খেললেও দেশের বাইরে আগে আরও দুবার খেলেছেন সৌদির নারী ফুটবলাররা।

এ হিসাবে শনিবার ভুটানের বিপক্ষে সৌদি নারী ফুটবল দলের ম্যাচটি ছিল তাদের তৃতীয় ম্যাচ।

ভুটানের বিপক্ষে আগামী ২৮ সেপ্টেম্বরও আরেকটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন সৌদি নারীরা। ওই ম্যাচটি হবে তাদের ৪র্থ ম্যাচ।

 

 

সূত্রঃ যুগান্তর