মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউরোর সেরা একাদশে স্পেনের ৬, ইংল্যান্ডের ১ ফুটবলার

Paris
জুলাই ১৬, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :
নান্দনিক ফুটবল উপহার দিয়ে সর্বাধিক চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। টুর্নামেন্টজুড়েই আধিপত্য দেখিয়েছে ২০১০ বিশ্বকাপ জেতা দলটি। গত রোববার রাতে জার্মানির বার্লিনে হওয়া ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে।

ইউরো শেষ হওয়ার দুইদিন পর সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। সেই একাদশেও স্প্যানিশদের জয়জয়কার। ১১ খেলোয়াড়ের মধ্যে চ্যাম্পিয়ন দেশেরই ৬ জন। ইংল্যান্ড ফাইনালে খেললেও মাত্র একজন জায়গা পেয়েছেন একাদশে। তিনি ডিফেন্ডার কাইল ওয়াকার।

পুরো ইউরোতে মাঝমাঠের প্রাধান্য দিয়ে প্রতিপক্ষকে কাবু করেছে স্পেন। সেরা একাদশেও মাঝমাঠ দখলে স্পেনের। ফাবিয়ান রুইজ, রদ্রির সাথে দানি ওলমো। আক্রমণভাগেও দলের দুই তরুণ নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল জায়গা করে নিয়েছেন। সঙ্গে জার্মানির জামাল মুসালিয়া।

একাদশে ফ্রান্সের ২ জনকে রাখা হয়েছে- গোলরক্ষক মাইক মেগনান ও ডিফেন্ডার উইলিয়াম সাবিলা। সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জি আছেন একাদশে। স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলাও বেছে নিয়েছেন নির্বাচকরা।

রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মার্ক কুকুরেলা (স্পেন), ম্যানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড)।
মধ্যমাঠ: ফাবিয়ান রুইজ (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন)।
ফরোয়ার্ড: নিকো উইলিয়ামস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসালিয়া (জার্মানি)।

সর্বশেষ - খেলা